নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে কারচুপি ও ভোট কেন্দ্র দখলের অভিযোগ ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থীসহ ৪ জন নির্বাচন বর্জন করেছেন।
আজ সোমবার দুপুর পৌনে ২টায় রূপগঞ্জের বরাবো এলাকার এক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রার্থীরা নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
প্রার্থীদের অভিযোগ, সকাল থেকেই উপজেলার ৯০ভাগ ভোট কেন্দ্র জোর করে দখল করে নেয় আওয়ামী লীগের সমর্থকরা। অনেক কেন্দ্রে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। বিএনপির পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।