আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে শ্রমিক অসন্তোস, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনভাতার দাবিতে হারবেষ্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় শ্রমিক অসন্তোস দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে উপজেলার আউখাব এলাকায় ঘটে এ ঘটনা।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, আউখাব এলাকার হারবেষ্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় বর্তমানে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতনভাতা ১৯ ডিসেম্বরের মধ্যে দেয়ার কথা ছিল।

কিন্তু, ২০ তারিখ পার হয়ে ২১ তারিখেও বেতন-ভাতা পরিশোধ করেনি মালিকপক্ষ। এ কারণেই ফুসে উঠেছে শ্রমিকরা।

এদিকে শনিবার বেলা পৌঁনে ১২টার দিকে বকেয়া বেতনভাতা না পেয়ে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। এসময় তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে থানা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, মাসে যে পরিমান বেতন-ভাতা দেয়া হয় তা দিয়ে ঘর ভাড়া পরিশোধ করে কোন রকম খেয়ে না খেয়ে দিন কাটে। এর মধ্যে দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে করে আমরা ঘর ভাড়াই পরিশোধ করতে পারছিনা।

দোকানদাররা বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে।

শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল বাতেন জানান, ইতোমধ্যে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। রোববার বেতন-ভাতা পরিশোধ করবে বলে মালিকপক্ষ তাকে আশ্বাস দিয়েছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.