আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে নির্বাচন বয়কট করলেন ডা. শওকত আলী

কারচুপির অভিযোগ এনে দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি গোলাম দস্তগীর গাজীরের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. শওকত আলী নির্বাচন বয়কট করলেন। তার অভিযোগ কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, সন্ত্রাসীদের মহড়া, কেন্দ্র দখলের কারণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এমপি গোলাম দস্তগীর গাজীর লোকজন ভোট কেন্দ্রগুলোতে একচ্ছত্র প্রভাব বিস্তার করছে।

আজ রবিবার দুপুরে রূপগঞ্জের রূপসী এলাকাতে নিজের প্রধান নির্বাচনী কেন্দ্রে এক সংবাদ সম্মেলন করে ডা. শওকত আলী এ ঘোষণা দেন। সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগে আমি অনেকবার পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলাম।

এছাড়া আমাকে নির্বাচন প্রচারণায় বাধা দেওয়ার ব্যাপারেও একাধিক চিঠি দেওয়ার পরেও কোন ব্যবস্থা নেয়নি। যেসব সন্ত্রাসীদের তালিকা দিয়েছিলাম সেইসব সন্ত্রাসীরা আজ সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্র দখল করেছে। অন্তত ২০টি ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ওইসব কেন্দ্রে জোর করে ভোট ও ব্যালট চুরি করে সীল মারা হচ্ছে। এমপির লোকজন এসব কাজ করছে।

তবে যখনই পুলিশ কিংবা প্রশাসনের লোকজন আসছে তখনই ওইসব কেন্দ্রের পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এমপির লোকজন নিজেরাই লাইনে দাঁড়িয়ে ভোট দেয়।

উল্লেখ্য, রূপগঞ্জ আসনের ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৫ যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৪৯৯ ও নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৫০৬। ভোট কেন্দ্র ১০১টি। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী নৌকা, স্বতন্ত্র প্রার্থী ডা. শওকত আলী তালা প্রতীক ও জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন মোল্লা লাঙ্গল প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.