আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

রূপগঞ্জে ক্লাশের ভিতরে হট্টগোলে নিষেধ করায় এক শিক্ষক লাঞ্চিতের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ডেমরা- কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা ঔ ছাত্রের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রূপগঞ্জ থানা কম্পাউন্টের ভেতরে গিয়ে বিক্ষোভ করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরারা জানায়, আজ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ক্লাশ রুমে নুরুল হক সহ কয়েকজন ছাত্র  হট্রগোল করছিল।

এসময় বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক কামরুল হাসান টুটুল তাদেরকে হট্টগোল করতে নিষেধ করে এবং শাসিয়ে যায়।

কিছুক্ষন পরে হঠাৎ ছাত্র নুরুল হক ক্ষিপ্ত হয়ে ক্লাশ রুমের বাহিরে  ঔ শিক্ষককে একা পেয়ে এলোপাথারীভাবে কিলঘুষি মারে এবং শার্ট ছিড়ে ফেলে লাঞ্চিত করে। এ ঘটনা পুরো বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ছাত্র/ ছাত্রীরা সবাই ক্লাশ বর্জন করে বের হয়ে যায়। তারা ডেমরা- কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা ঔ ছাত্রের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রূপগঞ্জ থানায় দফায় দফায় মিছিল বের করে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান , ম্যানেজিং কমিটির সভাপতি কেএম রহমতউল্লাহ ও অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে নুরুল হককে বিদ্যালয় থেকে বহিস্কার করা হবে এবং থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.