রূপগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শামীম একই এলাকার জাকির হোসেনের ছেলে।
নাওরা পূর্বপাড়া পাঠানবাড়ি মসজিদের মুসুল্লী আব্দুল আজিজ জানান, সোমবার ভোরআনুমানিক ৪টার দিকে শামীম মসজিদের তার চুরি করার জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে। এ সময় সে বিদ্যুত্তর তারে নিজেকে জড়িয়ে ফেললে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পোড়া দুর্গন্ধ ও বিদ্যুত্তর শর্টসার্কিট শুরু হয়ে বিদ্যুৎ চলে গেলে স্থানীয়রা বিষয়টি টের পায়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।