শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
তবে পুলিশের বাধার কারণে এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বলেন, শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে জড়িত অভিযোগে এ কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়।
কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রকাশ করার আগে সকালেই শ্রমিকরা জেনে যায়। এর জেরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে কারখানার ফায়ার এলার্ম বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করে অন্য শ্রমিকদের কারখানা থেকে বের করে আনে এবং সড়ক অবরোধের চেষ্টা করে।
পরে পুলিশের বাধা দিলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেয়।
তবে মালিকপক্ষ এই বিষয়ে আগে পুলিশ ও শিল্প পুলিশকে জানায়নি বলেও পুলিশ কর্মকর্তা জানান।
এই ব্যাপারে কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাদির হোসেন খান জানান, আগুনের বিষয়টি সম্পূর্ণ গুজব। বহিরাগত কয়েকজন আগুনের গুজব ছড়িয়ে কারখানার ক্ষতি সাধনের চেষ্টা করেছিল।
তবে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।