রূপগঞ্জে আকলিমা আক্তার (২৮ )নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাষন্ড স্বামী সোলেমান রানা গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে গৃহবধূর পরিবার দাবী করেছেন। রাতের কোন সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ভূত তাকে মেরে ফেলেছে বলে স্বামী দাবী করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ স্বামী সোলায়মানকে গ্রেফতার করেছে। উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহতের ভাই ও মামলার বাদী আইয়ুব হোসেন বলেন, গত ৭ বছর আগে পাশ্ববর্তী রানীপুড়া পুর্বপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে সোলায়মান রানার সঙ্গে তার বোন আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর থেকেই স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় বিভিন্নভাবে নির্যাতন করতো। বিয়ের একবছর পরেই তাদের কোলজুড়ে নেমে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। সংসার আর একমাত্র সন্তানের মুখপানে চেয়ে সব নির্যাতন সহ্য করে আসছে। গত কয়েকদিন আগে সোলায়মান রানা বাপের থেকে দুই লাখ টাকা এনে দেওয়ার চাপ দিয়েছিল।
তিনি আরো বলেন, আকলিমা মারা যাওয়ার পনের দিন আগে বলেছিল, তার স্বামী অন্য জায়গায় পরকীয়ায় জড়িয়ে পড়েছে। সোলায়মান কথায় কথায় বলতো তুই কালো, যদি সংসার করার ইচ্ছে থাকে তাহলে বাপের বাড়ী থেকে দুই লাখ টাকা এনে দিবি। এনিয়ে তাদের মধ্যে গত কয়েকদিন ধরে ঝগড়া হয়। রবিবার রাত সাড়ে ৯ টার দিকেও সোলায়মান টাকা এনে দেওয়ার জন্য আকলিমা মারধর করেছে বলে সে মোবাইলে জানিয়েছিল। আজ সকালে গলায় রশি পেচানো লাশ উদ্ধার করে পুলিশ।
থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, ঘাতক স্বামীই আকলিমাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত। ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই আইয়ূব মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।