সারাদিন ফুর্তি করবেন আর বলগ পরবেন। হৃদয় ভাল থাকিবে অনেকদিন পর আবার ব্লগ লিখতে বসলাম। লাস্ট যে ব্লগ টা লিখেছিলাম তাতে ছিল উবুন্টু নিয়ে দিশাহারা এক যুবকের আকুতি। কিছুই খুজে পাই না কোথাও। ব্লগে অনেকের কাছ থেকে অনেক ভালো কথা শুনে শুরু করেছিলাম উবুন্টু ইউজ করা, কিন্তু টানা ২ মাস অনেক খাটাখাটি করে মেজাজ খারাপ করে বলতে বাধ্য হলাম, এইটা পুরাই ফাউল।
কেন ফাউল বলি। আমার ভাই এর বয়স যখন ৩ বছর, যখন সে বই পড়তে শেখেনি তার আগে থেকেই সে কম্পু চালাতে জানে, অবশ্যই উইন্ডোজ ব্যভার করে। এমনই ইউজার ফ্রেন্ডলি এই অপারেটিং সিস্টেমটা। একেবারেই কিছু না জানা পাবলিক ও চালাইতে পারবে। আর আমি কম্পু চালাই সেই ক্লাস থ্রি থেকে , এতদিন চালানর পরও এই উবুন্টু তে এসে আটকাইয়া গেলাম।
অনেক ঝামেলা। খারাপের ভালো হইলো এর গ্রাফিক্স। অসাধারন বললে কম বলা হবে। শুধু দেখতে সুন্দর লাগে এ কারনেই টানা এতদিন লেগে থাকলাম এর পিছনে। এরপর মেজাজ খারাপ হয়ে উবুন্টু ছেড়ে দিয়ে আবার জানালাতেই ফিরে আসলাম।
সবই ঠিক আছে শুধু উবুন্টু চালানর পর থেকে জানালার এর গ্রাফিক্স ভালো লাগত না। তাই এতদিন খুজতেছিলাম মনের মত একটা ট্রান্সফরমেশন প্যাক যাতে কাজ করবো উইন্ডোযে কিন্তু দেখাইবো উবুন্টুর মত। অবশেষে পেলাম এক খানা। নিচের ফটুক খান দেখেন একবার আর বলেন কেম্ন লাগে মনের ভিতর।
void(1);
অনেকে বলতে পারেন এইডা তো একটা খিচুড়ি হইলো।
আমার কথা হইলো যার যার খিচুড়ি খাইতে মঞ্চায় খান, আমার কুন দোষ নায়। অনেকের সাদা ভাত এর চাইতে খিচুড়ি ভাল লাগতেই পারে।
পুরো প্যাক্টির সাইজ মাত্র ৫ মেগা। আরামসে ডাউনলোডান আর জানালাতে উপভোগ করুন অদ্ভুত এক খিচুরি।
লিঙ্ক-এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।