একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। নীল আকাশ, তুমি ফিরায়াছো মোরে, তোমার ললাটে করি চুম্বন। বিধাতার অসীম অপারগতায় আমাকে প্রকাশ করতে দেয়নি যত স্বপ্ন সুরের সীমারেখা। তোমাদের মাঝে আমি একজন, অদৃশ্য হতে হতে হারিয়েছি নিজেকে, নিজের ভেতর ঢুকে কেবল আঁচড়ে পড়ি নতুনের গর্তে। আমি হারাতে শিখি নাই কিছু, অথচ হারিয়ে ফেলেছি পথ। তোমাদের মত অস্পৃশ্যগুলোকে অভিশম্পাত করেই আমার জন্ম। আমি অদেখাকে বিশ্বাস করিনি বলে, অভিশম্পাত হই প্রতিনিয়ত। আমাকে তারার খোজে রাত্রিযাপন করে নিতে বলো না আর... আমি তোমাদের মাঝেই একজন, একা একা অনেক একা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।