আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরীর ভীরু পায়ে ঝরা পাতার শব্দ শুনি

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা মোহন বাঁশি বাজে না আর করুন সুরে লক্ষীর আলতা পায়ের নুপুর ধ্বনি আর বাজে না বাঁশির করুন সুরে দৃষ্টি উদাস । জ্বলে না আর সনধ্যা প্রদীপ তুলসীতলায় । । কিশোরীর ভীরু পায়ে ঝরা পাতার শব্দ শুনি বাঁশরির বাঁশির সূরে মন আজ উদাসব্যাকুল ধানের খেতে রোদ মেলে দেয় সবুজ চাদর । ।

বাজছে বাঁশি করুন সুরে মন চলে যায় দূর বহু দূর এই অবেলায় এ কোন পথিক আত্মভোলা । সেজেছে আকাশ আবছা নীলে, ধুসর দুপর কোন অজানায় মন পরে রয় বিজন বেলায় । । উদাস দুপুর ক্লান্ত পথিক দেখে চেয়ে বহু দূর যেদিন হয়েছে অতীত কে তারে রাখে মনে সেদিনের সেই সব স্মৃতি কথা, আজ সকলেই হয়েছে ম্লান, গোলাপ পাপড়ি হয়ে ঝরে পরে ঝাপসা দৃষ্টি আরো দুর মিলায়, যেথা মঞ্জরিত ছন্দিত ঝংকৃত হয় সেই সুর । . মিশেছে আকাশ সবুজ ধু ধু তেপান্তরে দু ফোঁটা অশ্রু চোখের উপত্যকায় প্রতীক্ষা বর্ষণের !!! এসেছে ফেলে সুদুর অতীতে তারে কি যায় পাওয়া ? সে কি আর আসবে ফিরে ? দিয়েছি ভাসিয়ে ইছামতির জলে ।

। . ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.