প্রজন্ম চত্বরে আয়োজিত এ প্রদর্শনীতে সহযোগিতা করছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং দৃক। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এ প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ‘ইতিহাসের পোট্রেট’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বেলা ৩টায় প্রদর্শনীটির উদ্বোধন করবেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবীর, আলোকচিত্রশিল্পী শহীদুল আলম।
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রত্যাখ্যান করে সকল যুদ্ধাপরাধীর সর্বাচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান শুরু করে ছাত্র-জনতা। পরে তা সারা দেশে ছড়িয়ে পরে।
এরপর গত ২১ ফেব্রুয়ারি থেকে টানা এ অবস্থানের ইতি টানা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।