দেশের তুমূল জনপ্রিয় রকস্টার আইয়ুব বাচ্চু শাহবাগের আন্দোলন নিয়ে বেধেঁছেন দুটি গান। এর একটি হচ্ছে-
জেগে থাকো বন্ধুরা আসছি আমি
টগবগে তারুণ্যে ভাসছি আমি
কণ্ঠে আমিও আজ কণ্ঠ মিলাই
দেবো না পুরনো ক্ষতে নতুন সেলাই
যুদ্ধাপরাধীর বিচার চাই...।
অন্যটি হচ্ছে-
‘বারুদের পাশে আগুন রেখেছো
জ্বলে ওঠা নতুন এক রূপ দেখেছো
সত্যকে চাপা দেয়া যাবে না আর
ফাঁসি চাই ফাঁসি চাই, তুই রাজাকার...’।
আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে গান দুটির কথা লিখেছেন কবির বকুল। জানা যায়, ‘জেগে থাকো বন্ধুরা আসছি আমি’ গানটি গাইবেন আইয়ুব বাচ্চু, আর ‘ফাঁসি চাই ফাঁসি চাই, তুই রাজাকার’ গানটি গাইবেন মমতাজ।
গান দুটির রেকর্ডিং চলছে।
বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও সৌখিন গায়ক জয় প্রকাশ । শাহবাগের আন্দোলনকে নিজের কন্ঠে তুলে ধরেছেন তিনি। নিজের কথা, সুর আর কণ্ঠে তিনি গেয়েছেন -
শাহবাগ আজ জনসমুদ্র শাহবাগ আজ সারাদেশ
লালসবুজের পতাকায় জাগে দ্রোহী প্রতিবাদী বাংলাদেশ।
শাহবাগ আজ প্রত্যয়দীপ্ত শাহবাগ আজ স্পর্ধিত
দৃপ্ত কন্ঠে জীবনের গান গেয়ে মুছে দেবে রাষ্ট্রের ক্ষত।
শাহবাগের গণজাগরণ নিয়ে নতুন গান তৈরি করেছে প্রমিথিউস। গানের কথা ও সুর করেছেন ব্যান্ড প্রধান ও ভোকাল বিপ্লব। ‘প্রজন্ম চত্বর’ শিরোনামের গানটি শাহবাগে গেয়ে এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বিপ্লব ও তার ব্যান্ড প্রমিথিউস। শাহবাগ নিয়ে গান তৈরি করেছে বেসবাবা সুমনের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। ব্যান্ডদল সার্কেলেরও নতুন একটি গান গাওয়া হচ্ছে শাহবাগ চত্বরে।
গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর নতুন গান নিয়ে যোগ দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীদের সাথে। গানের কথা- ‘ভয় নেই আজো আছি মোরা একসাথে শাহবাগে ...’। ‘বিপ্লব’ শিরোনামে একটি গান লিখেছেন শিল্পী-সাংবাদিক রেজা করিম। সুরারোপ করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন হক।
‘শাহবাগে আছি’ শিরোনামে গান করেছেন শিল্পী-সংগীত পরিচালক পৃথ্বিরাজ। গুঞ্জন চৌধুরীর কথায় ‘আমরা জেগে আছি’ শীর্ষক একটি গান তৈরি করেছেন প্রবাসী শিল্পী মিল্টন রেজা। ‘তুই রাজাকার’ নামে গান বেঁধেছেন সুফি ঘরানার শিল্পী ক্লোজআপ তারকা পুলক।
ফেসবুকে ‘প্রজন্ম চত্বর’ নিয়ে গান বাঁধার দাবি উঠেছে নগর বাউল জেমস, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়াদের মতো তারকা শিল্পীদের অগুনতি ভক্তের পক্ষ থেকে।
অর্থহীনের সুমন সহ দেশের নামকরা সব শিল্পীরাও গান করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে।
এই গানগুলো ক্লোজআপ ওয়ানের মত অনুষ্ঠান গুলোয় প্রচারিত হলে আমি মনে করি যারা আমার মত নেট ঘাটাঘাটি করে তারাও
আন্দোলনে যোগ দেয়ার উৎসাহ পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।