আমাদের কথা খুঁজে নিন

   

একটি সত্যিকারের (১৮প্লাস) ঘটনা (দয়া করে এটি ভুয়া ভাববেন না!!!!)

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে ঘটনাটি আমার এক বড় ভাই এর কাছ থেকে শোনা। ভাইয়া তখন স্কুলে পড়েন। তো ওনাদের সাথে পড়তেন এক ছেলে যে কিনা আবার একটু বোকা টাইপের। তো স্যার একদিন পড়াচ্ছিলেন। হঠাত কোন এক প্রসংগে স্যার ওই ছেলেকে প্রশ্ন করলেন, "এই,তোমার বাবা কি করেন??" তো ওই বন্ধুর বাবা থাকতো দেশের বাইরে, তিনি বললেন, "দেশের বাইরে।

আমেরিকা" -"তা কত বছর ধরে থাকেন??" -"স্যার,১৪ বছর ধরে"। -"অ,তোমরা কয় ভাই-বোন?" -"আমরা ১ ভাই,১ বোন। " -"বোন বড় না তুমি??" -"স্যার, বোন ছোট। ওর বয়স ১১ বছর" স্যার তখন বললেন,"তুমি বললে তোমার বাবা ১৪ বছর ধরে বাইরে থাকেন আর তোমার বোনের বয়স ১১!! ঠিক বুঝলাম না !!!!!" পুরো ক্লাসের সবাই তা শোনে হাসতে হাসতে শেষ। আর বেচারা ওই বন্ধু ভেবাচেকা খেয়ে থেমে গেলো।

পুনশ্চঃ যা বলার তা ভালোভাবে বুঝিয়ে বলা উছিত। কারণ কারো কারো বুঝার সামর্থ্য খুব দুর্বল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.