আমরা তো প্রায়ই (যাদের আশেপাশে গাছ বেশী আছে) মৌমাছির নাচ দেখি। কি সুন্দর তারা উড়ে বেড়ায় ফুল থেকে ফুলে ডাল থেকে ডালে খানিকটা মধুর আশায়। আর এরই মাঝে তাদের উড়ে যাওয়াকে অনেকটা নাচের মতই লাগে। আসলে আমি কিংবা আমরা যাকে নাচ বলছি সেটি আসলে মৌমাছিদের ভাব আদান-প্রদান করার উপায়। একটি কর্মী মৌমাছি কোথাও খাবারের সন্ধান পেলে উড়ন্ত অবস্থায় চক্কর মেরে অন্যদের সে কথা জানাতে পারে। গোল চক্কর দিলে খাদ্য আছে বোঝায়, আর আসন্দোলন করলে বোঝায় খাদ্য দূরে আছে, শুধু তাই নয় উলম্বের সাথে আন্দোলনের তালির মধ্যকার কোনো খাদ্য বস্তুর দূরত্ব নির্দেশ করে। জার্মান প্রকৃতিবিঞ্জানী কে ভন প্রিস মৌমাছির নাচের অর্থ আবিষ্কার করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।