অতি দ্রুত পা নাড়িয়ে ও দূরত্ব অতিক্রম করে মৌমাছি সঠিকভাবে অবতরণ করতে পারে বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়া ও সুইডেনের একদল বিজ্ঞানী। খবর বিবিসি অনলাইনের।
গবেষকরা মৌমাছির ওপর গবেষণা চালিয়ে তাদের সঠিকভাবে অবতরণের বিষয়টি জানতে পেরেছেন। আর তাদের এ গবেষণার ফলাফলটি প্রকাশিত হয়েছে ‘এক্সপেরিমেন্টাল বায়োলজি’ সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন, সঠিকভাবে অবতরণের সময় মৌমাছি ‘উড়ন্ত অবস্থা’ বা গতিশীল থেকে ‘স্থীর অবস্থায় আসে। এ সময় সে অনেকটা হেলিকপ্টারের মতোই ভেসে থাকে। এরপর যে স্থানে অবতরণ করবে সেদিকে মৌমাছি চোখ, অ্যান্টেনা ও লেজ তাক করে। আর তারপর ১ সেকেন্ডের ১ হাজার ভাগেরও কম সময়ে মৌমাছির পা পিছনে নিয়ে যায় ও ভূমি স্পর্শ করে এবং থামার আগে অত্যন্ত অনায়াসে নিজের শরীর নিচুতে নিয়ে আসে সে।
এভাবেই সম্পন্ন হয় জটিল কিন্তু সাবলীল মৌমাছির অবতরণ কৌশল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।