নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।
গত বছরের মত এবারও ফেসবুক গ্রুপ আমরা খাটি গরীব ঢাকা ও চিটাগাং এর পথ শিশুদের জন্য ব্যাতিক্রমি আম উৎসব আয়োজন করেছে। এইদিন ঢাকা ও চিটাগাং এর বিভিন্ন স্থানে পথশিশুদের জন্য আম বিতরন করবে এই গ্রুপের সদেস্যরা।
শুরুটা হয়েছিল রাকিব কিশোর ও রোহিত হাসান কিসলু নামের ২জন ছেলের মজা করার মধ্য দিয়ে। তারা একদিন মজা করে গ্রুপ খোলে "আমরা খাটি গরীব"। কিছুদিন পর তারা অনুধাবন করে আমরা কি শুধুমাত্র মজাই করব? তাই তারা সিদ্ধান্ত নেয় গরীবদের জন্য কিছু করার। ততদিনে গ্রুপে জড়ো হয়েছে রস+আলোর আইডিয়া বাজ ও কার্টুনিস্ট এর এক ঝাল দল। এদের মধ্য আছে মহিতুল আলম পাভেল, আদনান মুকিত দীপ্র, জুনায়েদ আজীম চৌধুরী, আলিম আল রাজী সহ আরো অনেকে সাথে উদ্দ্যোমি কিছু ছেলে মেয়ে।
গত বছর জানুয়ারীতে গ্রামে গরীবদের জন্য শীতবস্ত্র দিয়ে শুরু হয় এই গ্রুপের কার্যক্রম। এরপর গত বছর ২৬ জুন ঢাকায় প্রথমবারে মত আয়োজন করা হয় পথ শিশুদের জন্য আম উৎসব। অপরাজেয় বাংলা এর অধীনে থাকা ৬টি স্ট্রীট স্কুল , বুদ্ধিজীবী মাজার ও মিরপুর বেরীবাধ এলাকায় আম বিতরন করা হয়েছিল। এ বছর জানুয়ারীতে লালমনিরহাটে ৩টি গ্রামের শীত দূর করে এসেছে এই গ্রুপ্রের সদেস্যরা। গত বছর সাফল্যর ধারাবাহিকতায় এবারও পথশিশুদের জন্য আম খাওয়ানোর আয়োজন করা হয়েছে।
এই আম খাওয়ানোর জন্য যাবতীয় খরচ এই গ্রুপের সদেস্যরা বহন করে থাকে। আপনি যদি এই উৎসবের অংশ হতে চান তাহলে এই গ্রুপে জয়েন করে সাহায্য পাঠাতে পারেন।
লক্ষ কোটি টাকার বিনিময়ে কি এই হাসি কিনতে পারবেন?
প্রকৃত অর্থে আমরা সবাই গরীব। আমরা পৃথিবীতে এসেছি সম্পদহীন হয়ে , পৃথিবী ছেড়ে চলেও যাবার সময় কোন সম্পদ নিয়ে যাবো না। আসুন নিজেদের কথা ভেবেও কিছু করি পথশিশুদের জন্য।
সাহায্য পাঠাতে পারেন ২৩ জুনের মধ্য:
A/C Name: Rohit Hasan Kislu
A/C Number : 110.101.97783
Dutch-Bangla BanK Ltd
যদি আপনার/আপনাদের সাহায্যর পরিমান বেশি হয় তাহলে আপনি নিজেই আম কিনে আপনার এলাকার পথশিশুদের নিয়ে উৎসব করতে পারেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে সহযোগীতা করব।
গ্রুপের ফেসবুক লিংক: Amra Khati Gorib...
ফেসবুক পেইজ:Amra Khati Gorib.
ইভেন্ট পেইজ: Potho Shishuder Jonno AAM UTSHOB 2011
গত বছরের আম উৎসব নিয়ে পড়তে চাইলেঃ
ফেসবুক গ্রুপ আমরা খাটি গরীব এর উদ্যোগে পথ শিশুদের জন্য আম উৎসব
আম আঁটির ভেঁপু(বিভুতিভূষণেরটা না)
অন্য রকম আম উৎসব- প্রথম আলো।
এভাবে মজা করে আম খেয়েছেন কখনও ?
গরিব মানুষের চাহিদা কম। তাদের হাজার হাজার টাকার দরকার নেই।
আপানার একদিনের মোবাইল খরচ কিংবা এক বেলার খাবার খরচের সমপরিমাণ টাকা দান করে দিন আমরা খাটি গরিবের তহবিলে।
যে কোন দরকারে যোগাযোগ করুন:
01190137283 (রাকিব কিশোর)
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।