আপাতত ঘুরপাক খাচ্ছি!
অনন্তকাল চেয়ে দেখা
মুখচ্ছবির অন্তরালে
শাব্দিক দ্বন্দ্বে
ঘোরলাগা মুহূর্ত।
আটকে থাকা
আটপৌরে ক্যানভাস,
কাঠকয়লায় আঁকা
বালিয়াড়ির বুকে
রুগ্ন ছলাকলা।
অতঃপর
একদিন
ঝড়ো কালবোশেখী হাওয়া।
আলো আধারীর বিজলী খেলায়
ভেসে উঠে বিস্মৃত
ঝাপসা অবয়ব।
উড়ে এসে জুড়ে বসে
আলোক পিয়াসী পতঙ্গ।
ক্ষণিকে দাহ হয়,
দূরাকাশের তারা,
দূরতম প্রেয়সী।
ছবিসূত্র: নিজস্ব এলবাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।