আমাদের কথা খুঁজে নিন

   

একটি সম্বোধনহীন আটপৌরে চিঠি



সকাল থেকে একটাও ফোন নেই তোমার। অথচ প্রতিদিন অফিসে পৌঁছে তোমার প্রথম কাজ হল আমাকে কল দেয়া। জানতাম আসবে ও না আজ। অবশ্য এর দায় কিছুটা আমার উপর ও বর্তায়। বিরক্ত হইয়োনা, এমনি কাজ নাই তো, তাই তোমাকে লিখছি।

কিছুদিন থেকে আমার মন টা আসলে ভাল নেই। মেজাজ টাও খিটখিটে হয়ে আছে। অল্পতেই রেগে যাচ্ছি। ভাল লাগছে না কিছুই। এক ঘেয়েমি এই জীবন যাপন আমাকে ক্লান্ত করে তুলেছে।

সকাল বিকাল কেবল ছুটে চলা... কেবল ছুটে চলা... কোনও চাওয়া নেই, কোনও পাওয়া নেই... শুধু হিসেব কষা, আর ছুটে চলা। মাঝে মাঝে যখন একলা থাকি, জীবনের খাতা টা আপনা আপনি খুলে যায়। এক এক করে পাতা উলটাই। পড়ি, ভাবি ... কি পেলাম কি পেলাম না... প্রচণ্ড স্বপ্ন বিলাসী একটা মেয়ে ছিলাম। বাস্তবতার হয়ত অনেক বাইরেই ছিলাম।

কারন কখনও কোন বাস্তবতা আমাকে স্পর্শ করতে দেয়নি আমাদের মা-বাবা। সেই ছোট্ট থেকে অনেক স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ায় হবো। বড় বড় স্কেল হাতে করে পড়তে যাব। একটা কর্পোরেট অফিস এ জব করবো। আমার বিয়ে হবে, সংসার হবে।

একটা সুন্দর সাজানো গুছানো সংসার। সেই সংসার এ থাকবে একটা ননদ, একটা দেবর। যাদের সাথে আমার সম্পর্ক হবে বন্ধুর মতো। শশুর-শাশুরি থাকবেন, তাদের অনেক শ্রদ্ধা করব, তাঁরা আমাকে অনেক ভালবাসবেন। আমার স্বামী আমাকে অনেক ভালবাসবে।

আমাদের সকাল শুরু হবে আক বুক ভালবাসা নিয়ে... ঘুমাতে যাব এক বুক প্রশান্তি নিয়ে। সারা সপ্তাহ অফিস করব,সপ্তাহ শেষে দুজন মিলে ঘুরে বেড়াব...এক সাথে রাতে বাইরে খেয়ে বাসায় সবার জন্য খাবার নিয়ে বাড়ি ফিরবো। কখনও বা দুজন মিলে বেরিয়ে পরব শপিং এ। নিজের জন্য, বরের জন্য, ভাই বোন, ননদ দেবর, সবার জন্য শপিং করব। মাস শেষে, অথবা ২/৩ মাস পর পর যখন এই জীবন যাপনে ক্লান্ত হয়ে যাব, তখন চলে যাব দূরে কোথাও দুজন মিলে... হয়তো সমুদ্রের পাড়ে, হয়ত কোন পাহাড়ের কোলে...অথবা কোন এক অজানা নির্জন প্রকৃতির ধারে... এই ছিল আমার স্বপ্ন... কত জন কত সপ্নই তো দেখে, সব কি পূরণ হয়? ইঞ্জিনিয়ার হয়েছি, কর্পোরেট অফিস এ জব করছি- টাকা নাই ।

বিয়ে করেছি, ননদ দেবর আছে- বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক নাই। শ্বশুর- শাশুরি আছে- ভালবাসা নাই, তাদের স্নেহ নাই। শপিং দূরের কথা, প্রয়োজনীয় জিনিস টা কেনার আগেও ভাবতে হয়, হাতে টাকা নাই। নিজের জন্য তো নয়ই, বরের জন্যও জ কিছু শখ করে কিনে নিব, সেটাও হয় না। শুধু নাই আর নাই... জীবনের খাতা টা তে হিসেব করতে গিয়ে দেখি অপূর্ণতার অংশ টাই বেশি... এই স--------ব অপূর্ণতার বিপরিতে একটাই পূর্ণতা আমার... সেটা তুমি... হ্যা, শুধু তুমি।

আর সেজন্যই এই তোমার কাছ থেকে এক বিন্দু অপমান, এক বিন্দু অবহেলা, এক বিন্দু খারাপ আচরণ আমার পৃথিবীটা শূন্য করে তুলে, জীবন টা হয়ে যায় অর্থহীন। আমাকে অনেক অসহায় করে তুলে। আর সেই অসহায়ত্য থেকেই আসে রাগ... যা প্রকাশ করার যায়গা টাও কেবল তুমি... হ্যা, শুধু তুমি। আর তাই তো তোমার সাথে মাঝে মাঝেই রেগে যাই। আমার সব অপূর্ণতার একটাই যে প্রাপ্তি আমার তুমি।

তোমার দেয়া কষ্ট নিয়ে যেমন আমি জীবন্মৃত হয়ে থাকি, তেমনি তোমাকে কষ্ট দিয়ে আমি কি করে ভাল থাকি বল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.