বুকের কোথাও
একদলা জমাট অনুভুতি-
প্রস্তরীভূত লবণ;
কখনো-
গলে না, পঁচন ধরেনা,
পূতি গন্ধা পুঁজ -
অমানবীয় বর্জ্য ছড়ায় ।
কর্কট থাবার ইশকেমিয়া
বোধহীনতায় ঢলে পরে হৃদয়।
ধমনীর প্রবাহ ধীর হয়ে আসে
সংশয়ের ক্লেশে-
বিস্ময়ে খুঁজে ফিরি
সেই ছাঁপ
লোহিত কণিকায় প্রোথিত একদা-
যখন মানুষ ছিলাম!
কর্কশ শব্দে
সম্বিত ফিরে পাই;
কবিতার খাতা ছুঁড়ে ফেলে-
থলে হাতে,
বেড়িয়ে পরি কাঁচাবাজারের দিকে।
আজ বুঝি
মাছের - টাটকা চালানটা
হারালাম।
ছবিসূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।