আমাদের কথা খুঁজে নিন

   

করুণা নয়, অপেক্ষা



আমি আজ ক্লাস পালিয়েছি। খাঁ খাঁ রোদ্দুর মাথায় নিয়ে খুলেছি প্রার্থনার ঝাঁপি। হিমালয়ের কাছে মাথা পেতে ধার নিয়েছি কয়েক খন্ড বরফ, বরফ গলা শাদা মেঘ। শুধু তুমি ভিজবে বলে... হ্যাঁ ! শুধু তুমি ভিজবে বলে গড়িয়েছি জলের গয়না। আল্পসের কাছে টেলিগ্রাম করে উড়িয়ে এনেছি নীল মেঘেদের ঝাঁক।

আকাশের পায়ে আলতা পরিয়েছি...তোমার কাজল ধুয়ে দিব বলে। আমার কান্না দেখে পাহাড়ী ঝর্ণারা কেঁদেছে, সূর্য আমার হয়ে সমুদ্র পুড়িয়েছে, সব জানলা খুলে উন্মুখ হয়ে বসে আছে আম, জারুল, কৃষ্ণচূড়া। সিমেন্ট পাথরের চাঁই চেপে রেখেছে উত্তপ্ত নিঃশ্বাস। সবাই তোমার অপেক্ষাতেই আছে। অপেক্ষায় আছে নীল-শাদা মেঘ, ঈশান কোণ, বাবুই পাখির দল।

বৃষ্টি আর প্রেমের দেবীও তোমার পথ চেয়ে আছে। ওই তো- তুমি এলে ! ত্রস্ত পায়ে...গুমোট ক্লান্তি জড়িয়ে... তোমাকে দেখে সহস্র-অযুত জলকণা নেমে আসছে ডানা ঝাপটিয়ে; বইতে শুরু করেছে দখিনা বাতাস। এলোচুলে লাগছে বৃষ্টির ছাঁট... কিন্তু একি ! তোমার ওপর ও কিসের আড়াল ? কেন তোমার দৃষ্টিতে মাখা নীরব অভিমান? তবে কি তুমি ভিজবে না? তোমার অধর চুমে নামবে না আমার উপহার? আমি যে বসে আছি...মূক ও বধির... বিষাদের বেলুন ফুলিয়ে চুপচাপ। কেবলই চোখ পেতে রেখেছি তোমার পানে... শুধু তুমি ভিজবে বলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।