উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
ভাসে তার করুণা
ছিন্ন তারে
বিচ্যুতক্লেদে চুপ হয়ে সরে যায়
আড়ালে বেড়ে ওঠা
কদম গ্রাম
উপরের দিকে কিছু নাই
নিচেও তাকিয়ে দেখি কিছু নাই
ছায়া ফেলে ফিরে যায় মেঘলা
আকাশের কোণ
নাও ডুবে যাওয়া স্মৃতির ফসিলে
জলের ঘ্রাণ
বিহ্বল হয়ে নিকটে
ফিরে আসে
ভাসি তার ঘুমের কফিনে
তাজা ফলের মসৃণত্বকে উড়ে যাওয়া
মৌমাছি
আর রাতের অবশিষ্ট বিমর্ষতার
পেরেকে
লতানো সুহৃদ সংকেতের থোকায়
যার নিঝুম মায়ার সমুদ্র
উথলে ওঠে
তাকে দেখি বিস্মৃত টেবিলে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।