আমাদের কথা খুঁজে নিন

   

করুণা

বিদ্রোহী মন আমার জেগে উঠে প্রতিনিয়ত, সব বাধা ভেঙে আবার গড়তে মন হতে চায়না বিরত। করুণা,কি করুণ তোমার দৃষ্টি- গড়েছে তোমায়,জানিনা,কি দিয়ে করেছে তোমায় সৃষ্টি! নড়ে আজও চোখের পাতা,দু চোখে জমেছে কত বৃষ্টি। কত কত চঞ্চল ঝলমল দিনে মিলেছি সাথে তোমার কত দিন ক্ষণে হাত ধরেছি,হারিয়েছি কত গহীনে,জমিনে- মননে আর প্রেমেরও প্রণয়নে তা কি আজ সবই ভুল? প্রেমাগুনে পুড়ে পুড়ে,খুরে খুরে যা দেখি তোমার ছোঁয়ার ক্ষতে পুড়ছি,আমার ক্ষতে পুড়ছনা তুমি।সেকি! বুঝেছি,সবই আমার ভুল। হারিয়েছি আজ নিজের গন্তব্য,চেনা ছিল যত কুল। তাই তো,নিজের আমি আজ নিজের না শোন,ওগো জেনে রাখো করুণা তোমাতেই মিশে আছে আমার জীবন ফুল!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।