আমরা মানুষ, কিন্তু কেন? আমাদের মনুষ্যত্ব আছে তাই? তবে মনুষ্যত্বইবা কি? আজ ভোরে শহরের ব্যস্ততম একটি রাস্তায় দাড়িয়ে প্রশ্নটি মাথায় এলো। যান্ত্রিক জীবন আর কর্পোরেট ভালবাসার যুগে কি তবে আমরা মনুষ্যত্ব থেকে খুব দূরে সরে গেছি?
সকালের অফিসগামী ব্যস্ততার ভিড়ে আমিও ছিলাম। হঠাৎ দেখি মগবাজার মোড়ে এক দৃষ্টি প্রতিবন্ধী দাড়িয়ে আছে রাস্তা পার হবার অপেক্ষায়। সবাই যে যার মত ব্যস্ততার দোহাই এ অন্ধ। সামান্য সাহায্যের কেউ নেই।
প্রচণ্ড ধাক্কা খেলাম। নামীদামী গালভরা সব প্রযুক্তি ব্যবহার করে সভ্যতার বড়াই করি আমরা, তবে এ কোন সভ্যতা? ওই মানুষটি ওখানে দাড়িয়ে কি তার জন্মকেই অভিশাপ দিচ্ছে না প্রতিনিয়ত? তবে আমরা আর জাতি হিসেবে কততুকু সভ্য?
টেলিভিশান খুললেই চোখে পড়ে চোখ ধাঁদানো টাকার খেলা আর বিনোদনের বহর। কখনও ভেবে দেখেছি কতটা কষ্টে আছে তারা যাদের এগুলো উপভোগের ক্ষমতা নেই? অথচ তারা কি কম যোগ্য? তাদের কি মেধা নেই? মনে পড়ে গেল ক্লোজআপ ওয়ান এ অংশ নেয়া “সমাপ্তি রয়” এর গান যা শুনে অনেক মানুষ কেঁদেছিল। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ক্লোজআপ ওয়ান এর মত বড় আসরে সে সারা বাংলার মানুষের মন জয় করে নিতে পেরেছিল মেয়েটি। তবে কেন আমরা একটু ভালবাসা আর একটু সুযোগ দিতে পারিনা অথবা চাইনা? এ কি আমাদের হীনমন্যতা, নাকি মনুষ্যত্বর অবক্ষয়? ভেবে দেখার সময় এসেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।