অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....
চাঁদ যেনো জেগে আছে বড় একা একা
রাত যেনো বড় বেশী আনে শূণ্যতা,
মনো মাঝে কার ছবি উদাসি করে
কার কথা বারে বারে মনেতে পড়ে!
বিবাগী মনের আছে যত স্বপ্ন চাওয়া
খুঁজে পেতে চায়,দিতে তারে পূর্ণতা।
নুপুরের রিনিক ঝিনিক বাজিত এ বুকে
বুঝিতো তারে চুপি চুপি গোপনে গোপনে,
এলোমেলো চুলে তার বাতাস করিত খেলা
সে খেলায় মজিয়া মন ভাসাতো স্বপ্ন ভেলা!
ছোট ছোট কথা তার চুপি চুপি কানে
শুনিতে পেতাম আহা রাতের নির্জনে।
মিষ্টি হাসির অব্যাক্ত ভাষা কেবলি তারে
এনেছে হ্নদয়ের কাছে নিজেরি অজান্তে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।