কাঠগোলা সাইফ
এই সময়ের মানুষগুলো সবাই যেন নির্বিকার
ধর্ম গেল রাজ্য গেল, যাচ্ছে সকল শিষ্টাচার
ট্রামে বাসে সবখানেতে চলছে কেবল স্বেচ্ছাচার
রক্ত গেল মাংস গেল সবার শুধু খোলসসার।
ছেলে গেল মোয়াও গেল যাচ্ছে সবার সব আহার
হাড্ডি চুষে হাড্ডিমানুষ হচ্ছে কেবল হাড্ডিসার
ঝুলছে বেলুন লাল দালানে পণ্যবিতান চমৎকার
রক্তে আগুন খাচ্ছে আগুন আগুন আগলে বাচাঁই সার।
আমি তুমি তুমি আমি চলছে আমির নিষ্ঠাচার
রাজপথে নাই বড় গাড়ি ছোটদের আজ কী পসার
নামেই গেল বরাদ্দ সব জ্যামেই যাচ্ছে অফিসভার
চামচিকা এই স্বাধীনতা, স্বাধীন দেশেই চামাচার।
গদ্য খাব পদ্য খাব খাবই খাব সব আচার
নিরব স্বদেশ আমিও মহেশ খেয়েই যাব অনাচার
দখলকারী খাদক ভারী বিশাল ক্ষুধা বক্ষে তার
জন্মভূমির জবরদখল জন্ম থেকেই রুগ্নাচার
পাকস্থলী পুড়ছে পুরুক অভাব যখন শুশ্রুষার
মগজ মেজাজ মাতাল তবু সুস্থ থাকার কী দরকার
গোলাম নবীশ গুদামগুলোয় গিট্টু লাগায় মজুতদার
এই সময়ের মানুষ আমি বড় বেশি নির্বিকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।