আহসান জামান মানুষগুলো এমন করেই ভালোবাসে আঁকড়ে ধরে হাতে কাঙ্কন, মনের বাঁধন দূরে ঠেলে কাছে টানে যখন-তখন। মানুষগুলো এমন করেই ছিন্ন করে লোভের ভিতর, ক্ষোভের চোখে র্নিবিচারে রাগের ছলে গেঁথে তোলে মস্তদেওয়াল, পাহাড় উঁচু মনের কালি সুদের মতো অঙ্ক টানে হর-হামেশা। মানুষগুলো এমন করেই পর হয়ে যায় সব ভুলে যায়, আপন কাছের রক্তটানে বিশ্বভুবন আগুণ জ্বালে, ছাই হয়ে যায়। অনেকদিনের পুরাণ-পুঁথির পাতার ভিতর মুখ লুকানো শিশুর মতো কাঁদতে থাকে মানুষগুলো ... মানুষগুলো ... মানুষগুলো ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।