এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ওদের কোন চোখ ছিল না ।
বিবস্ত্র মস্তকহীন মানব শরীর পড়ে থাকতে দেখতো না কোন নর্দমায় ,
অভুক্ত শিশুর দল এক টুকরো খাবার খোঁজে ঝাপিয়ে পড়তো না আস্তাকুঁড়ে ।
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
নাসিকারন্ধ্রে ছিল না অক্সিজেনের আনাগোনা ।
উপচে পড়া ডাস্টবিনের বিকট দুর্গন্ধ মাথায় নিয়ে
অবশীলায় হেঁটে চলি পাশ কাটিয়ে ।
যানবাহনের নির্গত ধোঁয়া কেবল উপহাস করে প্রতিদিন ।
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ব্যস্ত রাজপথে বিশাল ব্যানার ছাপিয়ে চিৎকার করি জয়োল্লাসে --
এই মুখ খানা দিয়েই আওড়াতে থাকি শত বছরের পুরনো বুলি ।
কেবল আ্যম্বুলেন্সটাই পেছনে পড়ে থাকে ;
যে যাবার তাকে আর বাঁচিয়ে রেখে লাভ কী ?
এর চেয়ে বেশ ভালো -চলো মাতি জয়ের উল্লাসে ।
আমরা কি কখনো মানুষ ছিলাম নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ওদের এমন হাত ছিল না ।
যত্র -তত্র নির্বিঘ্নে উঠে আসতো না লাঠি ,
কখনো একে -৪৭ ।
পান থেকে চুন খোসলেই অবরোধ -হরতাল ,
নিমিষে সঙ্গী হতো না হেরোইনের বিষাক্ত বীজ ।
মানুষগুলি বুঝি অন্যরকম ।
ওদের চোখ আছে --তাতে আছে আলোর দিপ্তী ।
ওদের নাসিকা আছে --বুক ভরে সুবাতাস নেবে বলে ।
ওদের কন্ঠ আছে --বুকে আছে সততার দীপ্ত উচ্চারণ ।
ওদের হাত আছে --সুন্দর পৃথিবী গোড়বে বলে ।
আমরা কি সেই মানুষ হতে পারি ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।