আমাদের কথা খুঁজে নিন

   

মানুষগুলো কবে মানুষ হবে!!



রাজাকার নিজামী তার নির্বাচনী এলাকায় পরাজিত হয়েছে। এটা অবশ্যই আমাদের একটি বিজয়। এই রাজাকার অন্তত আর পাঁচ বছরের জন্য সংসদে ঢুকতে পারবে না। তবে হতাশার বিষয় হচ্ছে নিজামী একলক্ষের অধিক ভোট পেয়েছে। আমি যতটুকু জানি, তার নির্বাচনী এলাকায় তার বিরুদ্ধে প্রজন্ম-৭১ সহ বেশ কিছু সংগঠন প্রচারণা চালিয়ে।

এমনকি প্রজেক্টরের মাধ্যমে বেশকিছু ডকুমেন্টরীও দেখানো হয়েছে। তারপরও তার ভোট এক লাখ কিভাবে হয়। এটাই তো লজ্জার! এটাইতো হতাশাজনক। বিগত দুই-দুইটি বছর আমরা চিৎকার করেছি রাজাকার-রাজাকার বলে। মিডিয়াসহ বহু মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল।

এতো কিছু করার পরও সে ভোট পায় এক লাখ!! এতো পরাজয় আমাদেরই। আমরা পারি নাই সেই মানুষগুলোকে সচেতন করে তুলতে। তাই খুব আফসুসের সাথে বলতে হয়, কবে যে এই মানুষগুলো মানুষ হবে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।