ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী তিনি বাঙালির কবি । তিনি মিশে আছেন আমাদের হৃদয়ে আমাদের সকল কাজ এ আমাদের সত্তায় । আজ ভারত বাংলাদেশ দুই দেশেই বহু আয়োজন করেছে জন্মের ১৫০পড়ও তিনি একেই রকম আছেন । তিনি একজন কবি একজন সাহিত্যিক, ছোট গল্পকার, তিনি তাঁর সৃষ্ঠির মাঝে আজ বেঁচে আছেন।
বেঁচে আছেন আমাদের মন ও মননে তিনি আছেন আমাদের প্রকিতিতে ছড়িয়ে ছিটিয়ে ।
কবিগুরু তার শত বর্ষ কবিতায় উল্লেক করে গেছেন
"কে তুমি পড়িছ বসে আজি হতে শত বর্ষ পরে আমারেই কবিতাখানি"
আজ ১৫০ বছর প্ড় ও বাঙালির হৃদয়ে তিনি আছেন তেমন উজ্জল হয়ে ।
তার প্রতি অন্তরের গভীরতম প্রদেশ থেকে জানাই শ্রধান্জলি ।
তিনি পঁচিশে বৈশাখ কবিতায় ঠিক এমনটাই বলে গেছেন,
অন্তরে বাহিরে ভালো মন্দ স্পস্ট-অস্পষ্ট খ্যাত-অখ্যাত
ব্যর্থ-চরিতার্থের জটিল সংমিশ্রনের মধ্য থেকে
যে আমার মূর্তি
তোমাদের স্রধ্য়ায় তোমাদের ভালবাসায়,
তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত ।
আজ যার সামনে এনেছ তোমাদের মালা,
তাকেই পঁচিশে বৈশাখের শেষ বলাকার পরিচয় বলে
নিলেম স্বীকার করে
আর রেখে গেলাম তোমাদের জন্য
আমার আশির্বাদ.।
যাবার সময় এই মানসী মূর্ত্তি
রইলো তোমাদের চিত্তে
কালের হাটে রইলো বলে করব না অহংকার
তার পরেও দাও আমাকে ছুটি ।
জীবনের কালো-সাদা - সূত্রে গাঁথা
সকল পরিচয়ের অন্তরালে
নির্জন নামহীন নিভৃতে
নানা সুরের নানা তারের যন্ত্রে ,
সুর মিলিয়ে নিতে দাও
এল চরম সংগীতের গভীরতায় ।
আমাদের সকলের প্রানের কবির প্রতি জানাই গভীর ভালোবাসা । তিনি জেনো এমনি করেই বেঁচে থাকেন আমাদের হৃদয়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।