তোর কেটে ফেলা পায়ের কাছে
ঘুরঘুর করছে একটা ফুটবল
পৃথিবীর মত সেই বলও গোল
গোলাকার সুর্যের বৃত্তে ঘুরেঘুরে
সেই পৃথিবী দেখে
তোর কেটে ফেলা পায়ের কাছে
উশখুশ করছে দুনিয়ার সব পথ
সেই পথে হেঁটে যায় মানুষের সব প্রগতি
যেতে যেতে দুমড়ে-মুচড়ে পিষে যায় মানুষের মরাদেহ
আর শান্তি ও বিশ্বায়নের নামে
গণধর্ষণ আর আগুনে পুড়িয়ে খাখ করে দেয় জনপদ
আইনের শাষন আর মানবধিকারের কথা বলে তারা
গণহত্যা আর খোঁজাকরণে গড়ে তোলে মড়াদের রাষ্ট্র ।
লিমন , আমি জানি তোর আমার মতই বদরক্তের শরীর
আমাদের এই সবুজদেশ আরো অনেকের মতই
করে যাবে তোরও বদ-রক্তপাত
বলবে “ দেখুন জণ-ঘেয়ো কুত্তার দল , গণতন্ত্র মানে সব বদরক্তের বিনাশ”
তুই দেখে যা নিজের রক্তে কিভাবে এখানে
একজন মরা মানুষকে শেষ গোসল করানো হয় ,
তুই জেনেও না জানার ভাণ করবি
রাষ্ট্র মানে তো “নেতাদের মাথার ভেতরে জোঁকের বসতবাড়ি”
রাষ্ট্র মানে কৃষক-শ্রমিকের জীর্ন-শীর্ণ দেহ থেকে
সব হাঁড় বের করে তা দিয়ে বানানো ভয়ঙ্কর মারনাস্ত্র
রাষ্ট্র মানে সেইসব ভুখা কৃষক-শ্রমিকের সন্তানের পাকস্থলীকে
খুনের কোরান পড়িয়ে সামরিক বাহিনী নামক জোঁক বাহিনী বানানো
আর তাদেরকে পাঠানো হয় নিজের বাবা-মা-ভাই-বোনের রক্তে
পুর্ব দিগন্তে রক্তাক্ত সুর্য ওঠাতে
লিমন , তোর কেটে ফেলা পায়ের কাছে
আমি বসে আছি এমন এক রক্তাক্ত দেশের গায়ক হবার লজ্জায়
আমার এই ভীত, চুপচাপ সয়ে যাওয়া আর গা বাঁচানো গানকে
তুই কখন প্রবল ঘৃণায় লাথি মারবি তার অপেক্ষায়
লিমন , তোর কেটে ফেলা পায়ের কাছে
বসে আছে খুনের আতঙ্কে সারাটাদেশ
এই পা যে পথে হেঁটে যেত পারতো আগামীকাল
সেই চিরদিনের জন্য হারিয়ে ফেলা পথের খোঁজে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।