আমি সেই ছেলে যে নিজের মতো করে সবকিছু সাজাতে চা্য়। আমি বা আমরা কেও যানিনা যে লিমন সথ্যই সনত্রাশী কিনা। তা শুধো ভালো করে বলতে পারে রেব সদস্য আর সং লিমন নিজে। আমি নিজেই জানিনা লিমন আসলেই কী। তবে খবরের কাগজের বরাত দিয়ে এই বলতে পারি যে সে ছিলো পরীক্ষাএি। তার আজ একটা পা নাই! সে কি করে বাকি জীবনটা কাটাবে? আমাদের দেশ সব সম্ব্যবের দেশ, এখানে নির দোশীরা বছরের পর বছর জেল খাটে আর দোশীরা আমাদের চোখের সামনে দিয়ে গুড়ে বেরায়! লিমন কী হয়ে বেচে থাকবে আমাদের মাজে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।