আমাদের কথা খুঁজে নিন

   

শক্তির মহড়া!

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। সামনের দিনগুলোতে কী হবে? এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা সবখানে। এ থেকে নিস্তার চাই আমরা সবাই। এ দেশের মানুষ রাজনীতি পছন্দ করেন, কিন্তু রাজনীতির নামে নৈরাজ্য পছন্দ করেন না, করবেনও না।

কিন্তু অনিবার্য সঙ্ঘাত আর নৈরাজ্যের মধ্যেই আছে দেশ। সরকার পুলিশ, বিজিবি এবং র্যাব দিয়ে শক্তি দেখানোর পর এখন দলীয় লোকদের দিয়ে শক্তি দেখানোর কথা বলছে। সরকার তো শক্তিশালী। এটা আমরা সবাই জানি। তাদের শক্তি দেখানোর কিছু নেই।

তারা ও এবং অন্যরা সবাই সংযমী হবেন, এটাই আশা করে দেশের মানুষ। সব পক্ষই যদি শক্তির মহড়া দিবেন, তাহলে আমাদের মত সাধারন মানুষের অবস্থান কী হবে, একবার ভাবতেই গা কাটা দিয়ে উঠছে। আশা করি সব পক্ষই সহনশীল হবেন। সুন্দর দেশ গড়তে সহায়তা করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.