পঞ্চম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের মধ্যে ফেবারিট কারা? সেমিফাইনালের মতো ম্যাচে এই প্রশ্নটাই অবান্তর। দুইটা দল যখন সব বাধা অতিক্রম করে সেমিফাইনালের মঞ্চে উঠে আসে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে না। তবে যোগ্যতার মধ্যে তারতম্য থাকতে পারে। কারও শক্তি হয়ত ব্যাটিং কারও বোলিং।
কারো হয়ত পেস, কারো স্পিন। শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে তারতম্যটা কোথায়! দুইটা দলের মূল শক্তি ব্যাটিং এবং স্পিন। তবে লঙ্কানদের সুবিধা হলো মালিঙ্গার মতো পেস বোলার রয়েছে তাদের। উইকেট শিকার হোক না হোক, মালিঙ্গা অন্তত রানের বন্যায় বাধ দিয়ে রাখতে পারেন। মালিঙ্গার বিষয়টা বাদ দিলে দুই দলকে লড়াই করতে হবে সেই ব্যাটে আর স্পিনেই।
একদিকে মেন্ডিস-হেরাথ-সেনায়েকেরা অন্যদিকে বদ্রি-স্যামুয়েলস-নারাইনরা। স্পিন আক্রমণে দুই দলের কোনো একটাকে অন্তত এই বিশ্বকাপে এগিয়ে রাখা যাচ্ছে না। বদ্রি ১০ উইকেট শিকার করে বিশ্বকাপের তিন নম্বর বোলার। লঙ্কানদের মধ্যে সবার উপরে আছেন কুলাসেকারা (৬ উইকেট)। তবে রঙ্গনা হেরাথ (৫ উইকেট), অজন্থা মেন্ডিস (৪ উইকেট) এবং সেনানায়েকেরাও (৪ উইকেট) পিছিয়ে নেই।
ক্যারিবীয়দের মধ্যে বদ্রি ছাড়াও নারাইন (৬ উইকেট), সান্তোকি (৬ উইকেট) এবং রাসেলরাও (৫ উইকেট) সফল। ব্যাটিংয়ে দুই দলের প্রধান শক্তি ক্রিস গেইল ও জয়বর্ধনে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল (১৪০) এবং লঙ্কানদের পক্ষে জয়বর্ধনে (১৩৪)। ক্যারিবীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ (১০৮) এবং ড্যারেন স্যামিও (১০১) খুব পিছিয়ে নেই। আজকের লড়াইয়ে দুই দলকেই ফেবারিট ধরে খেলা দেখায় বসতে হবে দর্শকদের।
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আরও একটি ফাইনালে পৌঁছতেই পারে। আর লঙ্কানরা তৃতীয় ফাইনাল খেলার নিশ্চয়তা পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।