...
জানালার পাশে একটা ঝিল আছে, পাশের ল্যাম্প পোস্টের আলো পড়ে ঝিলের ঠিক মাঝখানে লম্বা একটা রূপালী কুমীর দেখা যাচ্ছে। লেজটা মোটামুটি লম্বা, চওড়া শরীর, বড় বড় পা, মাথাটাও অনেক বড়। সারা গায়ে ছোটছোট রূপালী আইশের মত। ঝির ঝির বাতাসে কুমীরটা দুপদাপ করে আমার দিকেই এগিয়ে আসছে।
একটুও ভয় লাগছেনা, বরং মুগ্ধ হয়ে রূপালী কুমীরটা কে দেখছি। কি দারুন লাগত যদি কুমীর সত্যিই রূপালী হত!
কিন্তু কুমীরটা আমার কাছে এসে পৌঁছতে পারছেনা, একই জায়গায় রয়ে যাচ্ছে, তবু সাঁতার কেটেই যাচ্ছে।
মাঝেমাঝে বাতাস জোরাল হলে কুমীরটা তিনগুন মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আগের বেগেই আমার দিকে দৌড়ে আসছে তবুও কাছে আসতে পারছেনা। লেজটাও বাধা নেই পেছন থেকে, তবুও আমার কাছে আসতে পারছেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।