আমাদের কথা খুঁজে নিন

   

রূপালী আলোর স্বপ্ন দেখি



রূপালী আলোর স্বপ্ন দেখি আজম মাহমুদ মাঝে মাঝে মনে হয় তুমি যদি একটা চকচকে রূপালী বরফমূর্তী হলে আমি প্রাণপণে বুকে জড়িয়ে ধরতাম বরফশীতল তোমাকে। হীমঠান্ডায় আমার সর্বাঙ্গ পুড়ে যেতো কিনা জানিনা তবে তোমাকে গলিয়ে দিতাম- গলনাঙ্কের কঠিন অংক কষে... এই রকম আরও কতো ইচ্ছে আছে, সব ইচ্ছে- ইচ্ছেই নয়, ভাবি যখন একটু বসে। তোমায় নিয়ে পালিয়ে যাবো হারিয়ে যাবো- এমাজনের গহীন বনে গ্লোব থাকবে তোমার সাথে কাঁটাকম্পাস আমার হাতে খুঁজে নিবো পথ ইঞ্চি-কিঃমিঃ হিসেব করে... স্বপ্নগুলো কবে যে বলো পূরণ হবে? রূপালী আলোয় আসবে রূপালী ভোর আমাদের এই প্রেমউৎসবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।