আমাদের কথা খুঁজে নিন

   

রূপালী রাণীর স্মৃতি



আমি তোমার ঠিকানা লেখি নাই এখন তোমাকে মনে পড়িতেছে ক্রমে ক্রমে। রাতে আরো বাড়িবে এ মনোজাগতিক যন্ত্রনা, কম্পিউটারে বসে বসে ভাবি তোমারে এককান পত্রলেখি কিন্তু.... ভুলি নাই তোমার দেয়া মতলবের ক্ষীর আরো যেন কিছু আছে তোমার আপ্যায়নে তোমার ছিপছিপে দেহে পেছানো সবুজ শাড়ী আর খোলা চুলের ঘ্রাণ, ভুলি নাই। মনে পড়িতেছে তোমার বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ধনাগোদা নদীর হাওয়া লঞ্চ থেকে নেমেছিলে তুমি হরিদিয়ার ঘাটে তোমার বাকানো গ্রীবার চাহনি ভুলি নাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।