আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের ঘুম

নিজের অবস্থান নিয়ে শংকিত।

শতবর্ষে একবার, হয়তো শুধু এই একবারই গনগনে সুর্য ঘুমিয়ে যায়। প্রমত্ত সমুদ্র শান্ত হয় , লাল হয়ে তার বিক্ষুদ্ধ স্পর্ষ চিরনিদ্রায় চলে যায় আমার স্বপ্নের জন্যে জীবনকে থামিয়ে রাখা হয়েছে আমার ইচ্ছার জন্যে রাতকে থামিয়ে রাখা হয়েছে, কারণ সত্য আসবে যখন সময় তার অস্তিত্ব হারাবে আর বিশ্বাস হারানো অপরাধের জন্ম দিয়ে। বেদনার যে মানব হৃদয় আমার ঈশ্বরের থেকে তার প্রস্থান। আর সহস্র চন্দ্র ধরে আমার বিরামহীন ভ্রমন উদ্দেশ্যহীন, গন্তব্যহীন ভ্রমন। অনন্তকাল ধরে আলোর বিকিরনের পরে আজ একটু অন্ধকার প্রয়োজন। যখন কোনো অপেক্ষমান কবি তার কবিতার খাতা নিয়ে বসতে পারবে বসতে পারবে তার নির্বাক হয়ে যাবার মুহুর্ত পর্যন্ত। আমি চাই এই রাত যেন অনন্তকালের হয় আমার চারধারে অন্ধকার সুর্য্য সাগরের উপকূল আমি চাই এই সূর্যের সাথে অস্ত যেতে ঘুমাতে কাদতে সূর্যের সাথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।