আমাদের কথা খুঁজে নিন

   

"সূর্যের চেয়ে ২০ গুণ বড়!"


সম্প্রতি যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির গবেষকরা সূর্যের চেয়েও ২০ গুণ বড়ো একটি ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন যা আমাদের জানা সবচেয়ে দূরের বস্তু। খবর বিবিসি অনলাইনের। জানা গেছে, এই আবিস্কারের বিষয়টি প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ‘মান্থলি নোটিসেস’ সাময়িকীতে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এটি আমাদের সৌরজগত থেকে ৬০ লক্ষ আলোকবর্ষ দূরে এনজিসি ৩০০ ছায়াপথে অবস্থিত। এই কৃষ্ণগহবর শনাক্ত করা হয়েছে চিলির মাউন্ট পারানাল এ অবস্থিত পৃথিবীর সবচে বড় টেলিস্কোপ ভিএলটি-এর সাহায্যে। গবেষকরা জানিয়েছেন, উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক নক্ষত্রই ব্ল্যাক হোলে পরিণত হয়ে নক্ষত্র জীবন শেষ করেছে। নক্ষত্রগুলি সুপারনোভা স্তর পার হয়েই এই ব্ল্যাক হোল তৈরি করেছে। এ ক্ষেত্রে দেখা গেছে একজোড়া নক্ষত্র কৃষ্ণগহবর তৈরি করে একে অন্যকে প্রদক্ষিণ করছে। উল্লেখ্য, ইউএস স্পেস এজেন্সির সুইফট টেলিস্কোপ ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক্সএমএম নিউটন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এক্স -রে রশ্মি ব্যবহার করে ব্ল্যাক হোলের অবস্থান বের করা হয়। লিংক: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।