ভোরবেলাতে সূর্য ঊঠে দিনভর সেয় আলো,
সকল প্রকার আলোর চেয়ে এই আলোটাই ভালো।
নীল-তিমিদের চর্বিতে যে ভিটামিন-ডি থাকে,
সকাল বেলার রোদ মাখালে পেতে পারো তাকে।
অত্যাধুনিক ক্যালকুলেটর, ঘড়ি আছে যত,
সৌরকোষের জাদুতে চলে- খরচ কমায় কত।
ঝড়-বৃষ্টি, ঠান্ডা-গরম, রৌদ্র-দিনেই আধার,
সূয্যিমামার কারসাজি সব, কারন নেই তো বাধার।
সূর্যটা ভাই তৈরি কিসে প্রশ্ন যদি কর,
হাইড্রোজেন আর হিলিয়াম এই জবাব পেতে পারো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।