পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় শক্তির বড় উৎস সূর্য। এই নক্ষত্রের জীবনের অন্তিমকালের দৃশ্য কেমন হবে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে তাঁরা সূর্যসদৃশ একটি নক্ষত্রের (এইচডি ১৮৪৭৩৮ বা ক্যাম্পবেলের হাইড্রোজেন তারকা) ছবি তুলেছেন, যা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। এই ছবি থেকে ৫০০ কোটি বছর পরে সূর্যের সম্ভাব্য অন্তিমকালের ছবি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাওয়া যায় বলে গবেষকেরা দাবি করছেন। ক্যাম্পবেলের তারকাটির অবস্থান সৌরজগতের বাইরে মহাকাশের একটি ছোট নীহারিকার কেন্দ্রে। এটির বাইরের অংশ এখন ক্ষয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ইনডিপেনডেন্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।