আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের রংধনু

স্কুলে সূর্যের রং সবসময়ই হলুদ শেখানো হলেও, আদতে একাধিক রং ধারণ করতে পারে নক্ষত্রটি। তার প্রমাণ নাসার গোডার্ড স্পেস ফ্লাইট স্টেশন থেকে প্রকাশিত ছবিটি। এসডিওর অ্যাটমোস্ফিয়ারিক ইমেজিং অ্যাসেমব্লি প্রযুক্তি ব্যবহার করে খালি চোখের কাছে অদৃশ্য আলোর তরঙ্গের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। যাতে ফুটে উঠেছে লাল সবুজ আর বেগুনি রংয়ের একাধিক শেইডের সূর্য।
‘ছবিটিতে ফুটে ওঠা প্রতিটি রং আদতে ভিন্ন ভিন্ন অতি বেগুনি রশ্মির তরঙ্গ’ এমনটাই বলেছেন হেলিওপোলিস অ্যাট নাসা গোর্ডার্ডের অ্যাসোসিয়েপ ডিরেক্টর অ্যালেক্স ইয়াং।


ইয়াং আরও বলেন, ‘আলোর ভিন্ন ভিন্ন ওয়েভলেন্থগুলো আসছে ভিন্ন ভিন্ন তাপমাত্রার বস্তু থেকে। প্রতিটি রং সূর্যের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছে। ছবির একদম বামের রংদুটো তুলে ধরেছে সূর্যের চৌম্বকক্ষেত্র, আর মাঝের মেঘের মতো দেখতে জায়গাগুলো আসলে সূর্যের বুকের গর্তগুলো। ’
এর আগেও একাধিকবার সূর্য পৃষ্ঠের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। তবে ওই ছবিগুলোতে কেবল আলোর একটি তরঙ্গের উপস্থিতিই থাকত।

ওই অবস্থা পুরোপুরি পাল্টে দিয়েছে এসডিও। একসঙ্গে আলেঅর ১০টি তরঙ্গের ছবি তুলতে পারে এটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।