আমাদের কথা খুঁজে নিন

   

ফোনালাপ একটি সামাজিক রীতি

বাংলা এ ব্লগে লেখালেখির সুযোগ পেলে আমি আমার কাঙ্কিত পথে পৌছব আশা করছি

বর্তমান বিশ্বে মোবাইলের ব্যবহার এতটাই বেরেছে যা ভাবাই যায় না। ঘরে-বাইরে যেখানেই যায় শুধু উঠতি বয়সী ছেলেমেয়েদের ফোনালাপে কান ঝালা -পালা হয়ে ওঠে।এতে তারা যে পরিমাণ অর্থ ব্যয় করছে তার সামান্য পরিমাণও যদি দেশের গরীব- অসহায় মানুষের অভাব তারনার কাজে ব্যয় করত তাহলে দেশের দরিদ্রতা বহুলাংশে লাঘব হত আমি মনে করি। কিন্তু এই জঘন্য কাজ কে করতে যাবে? তার চেয়ে বরং প্রিয়তম/প্রিয়তমার মন যোগাতে ফোন- আলাপই সমীচিন বা শ্রেয়। ওফ ! কি হচ্ছে এসব এই যামানায় ? এসব চিন্তা আমাকে পাগল করে ফেলল। সারাক্ষণ ভাবি কিভাবে বদলানো যায় এই সমাজকে ? কবে দেখব একটি বিবেকবান জাতি? এসব একটু ভাববেন কি পাঠক ???????????????????????????????????????????????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।