আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভোট দিন। ভেরী ব্যাড মার্কায়।

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

বাংলাদেশের দূতাবাসগুলোর কনসুলার সেবায় আপনি কি খুশী? কেমন সেবা পান আপনারা? দুর্মুখেরা বলে বিদশে বাংলাদেশের দূতাবাসগুলোর কর্মকর্তারা রাষ্ট্রদূত স মহোদয় আর বেগম সাহেবার সেবায়ই নিযুক্ত থাকেন। আর যা করেন তা হলো দেশ থেকে রাষ্ট্রদুতের আত্নীয়-স্বজন, মন্ত্রী , নেতা আর আমলারা এলে প্রটাকলের নামে সরকারী টাকায় তাদের থাকা,খাওয়া , যাতায়াত আর বিনোদনের কাজ। যাদের জন্য দুতাবাস সেই প্রবাসী বাংলাদেশীরা কত টুকু সেবা পায়? আদৌ কি পায়? আমি যতদুর শুনেছি, তারা শ্রমিকদের সেবার ব্যাপারে কুব একটা উৎসাহি নয় যতটা অন্যান্য কাজে উৎসাহী।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুতাবাসের কনসুলার সেবায় কি আপনারা প্রবাসীরা কি খুশী? একটি ভাট দিয় তাদেরকে জানিয়ে দিন যে তাদের সেবার মান ভাল নয়। তাদের গালে থাপ্পর মারুন। একটি ভোট চাই। একটি ভোট দিন। ভেরী ব্যাড মার্কায়।

ভোট দিন এখানে ক্লিক করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.