একটি মোবাইল হার্ডডিস্ক , কম্পিউটারের SHIFT + DELETE কী এবং আমি
------
এই মাত্র আমার ১ টেরাবাইটের মোবাইল হার্ডডিস্কটা আমার ল্যাপটপের USB পোর্টে লাগালাম
ধীরে ধীরে আমার আঙ্গুলগুলো কীবোর্ডের দিকে এগিয়ে আসছে
নীরব হত্যাকারীর মতো
ওইতো SHIFT আর DELETE বাটন দুটো
দুটো একসাথে ধরে চাপলেই হয়ে যায় - ডিলিট হয়ে যায় সবকিছু
কতো সহজ একটি কাজ - অথচ কতো কঠিন
কিন্তু আমি পারছি না ..আমার হাত কাপছে
কতো দিন ধরে তিল তিল করে জমিয়েছি এসবকিছু
এখন চাইলেই কি সব মুছে দেয়া যায় ?
কতো বিনিদ্র রজনীর সঙ্গী - কতো না বলা কথা - কতো হাসি আর গান
কিন্তু এই হার্ডডিস্কে যা আছে তা যে আর রাখা যায় না
অনেকদিন ভেবেছি সব মুছে দেবো - কিন্তু পারিনি
জানি এ ভুল ,ক্ষনিকের বিনোদন – তবুও আমার মোবাইল হার্ডডিস্ক ভরে গেছে
........
অথচ আজ তো হওয়ার কথা ছিলো আমার আনন্দের দিন
আজ আমি মুক্ত হতে চলেছি অপবিত্রতা থেকে
আজ আমি এগুচ্ছি আলোর দিকে - পবিত্রতার দিকে
তবে কেনো আমার চোখ ভিজে উঠছে জলে ?
কেনো মনে হচ্ছে আমি হারাতে চলেছি
আমার প্রিয় কোনো বন্ধুকে?
কতোদিন ভেবেছি সব মুছে দিবো – পারিনি
থমকে গেছি প্রতিবার – কিন্তু আর না
আজকে আমি চাপবোই - SHIFT + DELETE
ধীরে ধীরে আমার আঙ্গুলগুলো এগিয়ে আসছে
নীরব হত্যাকারীর মতো
বিশেষ দ্রষ্টব্যঃ
হার্ডডিস্কে কী ছিলো এ সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না । এখানে কবি নীরব থাকার সিদ্ধান্ত গ্রহন করিয়াছেন । ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।