”সব রাজাকারদের বিচার চাই”
৭৮৬
“দানশীল মহান আল্লাহ পাক উনার বন্ধু। ” -হাদীছ শরীফ
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা
(ভোলাহাট শাখা)
মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
বেরাদারানে ইসলাম!
মহান আল্লাহ পাক উনার অসীম দয়া ও রহমতে ১৪২১ হিজরী মুতাবিক ২০০০ ঈসায়ী সনে প্রতিষ্ঠিত হয়েছে অত্র ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা’ (ভোলাহাট শাখা)। যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্চে- বাস্তব জীবনে সুন্নতে নববীর আদর্শ প্রতিষ্ঠা তথা ইসলামী ইতিহাস-ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান শিক্ষাসহ সঠিক ইসলাম পালনের মাধ্যমে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিল করা।
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা)-এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই যে, অত্র প্রতিষ্ঠানে ইলমে ফিক্বাহর পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা বাধ্যতামূলক; যা শিক্ষা করা প্রত্যেকের জন্যই ফরয।
এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতি মুক্ত এবং খালিছভাবে দ্বীনি ইলম শিক্ষা ও চর্চা কেন্দ্র। অত্র প্রতিষ্ঠান পরিচালনার খিদমতে জড়িত রয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সুদক্ষ শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক ও আনজুমানে আল বাইয়্যিনাত-এর আমীলবৃন্দ।
এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ইসলামের নামে অনৈসলামিক কর্মকা- যেমন- মৌলবাদ, সন্ত্রাসবাদ, হরতাল, লংমার্চ, খুন-খারাবি, জ্বালাও-পোড়াও, ভাংচুর ইত্যাদি হারাম কাজের সাথে এবং এ ধরনের কোনোও সংগঠন বা দলের সাথে জড়িত নয়। বরং এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৈনন্দিন আমল এবং মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সবকিছুই সুন্নত দ্বারা সুশোভিত। সর্বোপরি এই শিক্ষা প্রতিষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আক্বীদা অনুযায়ী কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা এবং ক্বিয়াস-এর আলোকে সবরকম দ্বীনি ইলমসহ জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দেয়া হয়।
এই শিক্ষা প্রতিষ্ঠানে সামর্থ্যবানদের পাশাপাশি ‘গরিব এবং ইয়াতিমদের’ দ্বীনি ইলম শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ইয়াতিমখানা এবং লিল্লাহ বোডিং’। সুতরাং আপনার সর্বপ্রকার দান-ছদক্বা, যাকাত-ফিতরা, উশর, মানত, কাফ্ফারা, কুরবানীর চামড়া বা তার মূল্য ইত্যাদি অত্র প্রতিষ্ঠানে দান করাই হবে অধিক ফযীলত এবং বরকত লাভের কারণ।
অতএব, রহমত ও বরকত হাছিলের জন্য সর্বপ্রকার দান-ছদক্বা, যাকাত-ফিতরা, উশর, মানত, কাফ্ফারা, কুরবানীর চামড়া বা তার মূল্য ইত্যাদিসহ আপনার ব্যবসার লভ্যাংশ থেকে একটা অংশ ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা’য় (ভোলাহাট শাখা) ‘গরিব এবং ইয়াতিম’ ছাত্রদের সুষ্ঠুভাবে দ্বীনি ইলম শিক্ষা প্রদানের লক্ষ্যে দান করার জন্য আপনাকে একান্তই আহবান জানাচ্ছি। মহান আল্লাহ পাক তিনি আপনাদের-আমাদের সবার প্রতি সহায় হউন।
{বিশেষভাবে উল্লেখ্য যে, অত্র মাদরাসা চত্বরে মসজিদ ও শ্রেণীকক্ষের জন্য তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ চলছে}
দান-ছদক্বা, যকাত, ফেতরা উশর ইত্যাদি প্রদানের ব্যাপারে যোগাযোগ করুন-
মুহম্মদিয়া হাফিযিয়া মাদরাসা
চলতি হিসাব নং- ৫৯৫
সোনালী ব্যাংক লিমিটেড, ভোলাহাট শাখা,
চাঁপাইনবাবগঞ্জ।
আহবানে-
মুহম্মদ মোবারক আলী (মাস্টার)
সেক্রেটারি-
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা (ভোলাহাট শাখা)
মুন্সিগঞ্জ, বজরাটেক, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
E-mail.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।