www.pricebazar.com
যুক্তরাষ্ট্রের সার্চ বাণিজ্যে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে গুগল। শুধু ধরে রাখাই নয়, যুক্তরাষ্ট্রে গুগলের জনপ্রিয়তাও বাড়ছে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর। প্রতিষ্ঠানটির গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রের সার্চ বাজারের প্রায় এক-তৃতীয়াংশ অর্থাৎ ৬৫.৭ শতাংশ ছিল গুগলের দখলে, যা আগে ছিল ৬৫.৪ শতাংশ। অন্যদিকে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন 'বিং'-এরও জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সার্চ বাজারের ১৩.৯ শতাংশ বর্তমানে বিং-এর দখলে রয়েছে, যা আগের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। তবে দশমিক ৪ শতাংশ বাজার হারালেও এখনো জনপ্রিয় ব্রাউজারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়াহু। বর্তমানে যুক্তরাষ্ট্রের সার্চ বাজারের প্রায় ১৫.৭ শতাংশই রয়েছে ইয়াহুর দখলে। অন্যদিকে আস্ক এবং এওএল-এর বাজার কমছে বলে জানিয়েছে কমস্কোর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।