আমাদের কথা খুঁজে নিন

   

এবারও বৈশাখ এলো!

বাঙলা কবিতা

এবারও বৈশাখ এলো! ========== দেখা হলো ঝিঁঝিঁদের সাথে , সন্ধ্যা হেলান দিলে গাঢ় তৃণমাঠে, অন্ধকার সন্নিহিত শতরঞ্চিতে ব'সে শেখা হলো ইমনকল্যাণ; তারপর বৃষ্টি এলো... তারপর... অনেক নিহত রাত, বিক্ষত গোলাপ, ধূলিজীর্ণ নকশী কাঁথার মতো মাঠ; চৈত্রদুপুর এসে কেঁদে মরে বোশেখের ছায়ামগ্ন থৈ থৈ মঠে___ আর সেই বিরূপাক্ষী, আরোপিত স্বপ্নে তবু জেগে থাকে প্রবাসী-শয়ানে; তারপর....মনসার ক্রোধ, কেউটেদের চক্রব্যূহ, অতল জলের এক কুরুক্ষেত্রে অলীক নৌকার মতো নিরুদ্দেশে ভেসে গেল চোখ, কামদা-মল্লারে রাত্রি ভেসে গেল ভৈরবীর দিকে। ক্রমশ ফ্যাকাশে লাগে, হয়তো বা, অপসৃত রাঙা নদীটিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.