আমাদের কথা খুঁজে নিন

   

এবারও আইটিইউ নির্বাচন করছে বাংলাদেশ

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিলর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে বাংলাদেশ। শীঘ্রই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ মনোনয়নপত্র জমা দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেয়ে বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্রটি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেভা অফিসের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি প্রচার-প্রচারণা সংক্রান্ত কার্যক্রমও তারা পরিচালনা করবে।

 

কাউন্সিলর নির্বাচিত হলে এ অঞ্চলে আইটিইউ'র নীতিনির্ধারণসহ নানা বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথমবারের মতো আইটিইউ'র কাউন্সিল সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। তারও আগে ১৯৭৩ সালে পায় সাধারণ সদস্যপদ। আর গত নির্বাচনে এশিয়া অঞ্চলের ১৩টি পদের জন্য ১৭টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে ষষ্ঠ স্থান লাভ করে বাংলাদেশ। আগামী ২০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত আইটিউ'র সম্মেলনে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.