বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
তবে মুহিবের পোষ্টের সূত্র ধরেই বলছি। অনেকের দেয়া জন্মদিনের শুভেচ্ছায় স্নাত হয়েছি। ধন্যবাদ সবাইকে। এখন অবশ্য সেইরকম সময় পাই না আলাদা ভাবে ব্লগে সময় দেবার।
তাই বলে যে, ব্লগের সাথে নেই। তাও নয়। সব কিছুই দেখছি এবং দেখে যাচ্ছি। হয়ত কমেন্ট করা বা পোষ্ট লিখা হয় না।
এবারের জন্মদিনেও আমার বয়সটা বাড়লো না।
সেই ৩৫ শেই আটকে আছে। এটা নিয়ে অবশ্য এই ব্লগে অনেক কথা হয়েছে। অনেকের প্রশ্ন কেন বাড়ছে না আমার বয়স? আমি কিন্তু জানিনা এর উত্তর। সেই কবে থেকে ওখানেই আটকে আছে। বাড়ছেও না আবার কমছেও না।
ফেসবুক খুলতেই অনেক অনেক শুভেচ্ছা পেয়েছি। সবাইকে আবারো ধন্যবাদ। আর হঠাৎ করেই আজকের দিনটিতে কেমন করে যেন বেশী ব্যস্ত হয়ে পড়েছি। অফিসে এসে পৌছেছি বেলা ১টার পরে। বাহিরে প্রচুর কাজ ছিল।
আবার যখন এই লেখাটা লিখছি তখন আমার মাদার ইন ল'কে এম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে আমার বাসায়। উনি প্রচন্ড অসুস্থ।
আমাকে না জানিয়েই বাসায় জন্মদিনের উৎযাপনের এরেঞ্জ করেছিল। বাবা-মা, স্ত্রী আর বোন এবং আমার সন্তানরা মিলে কেক কিনে এনেছিল গতকালই। হঠাৎ করে সকালে নাস্তার পরে বের করে আমাকে দিয়ে কাটিয়েছে।
বেশ ইতঃস্তত লাগছিল।
সবার কাছে দোয়া চাই, এমন করে হাসিখুশি নিয়ে যেন প্রতিটা বছর আমার জীবনে আসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।