আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ারম্যানের পরীক্ষা সমাচার

https://www.facebook.com/chairmanzerozero7 পুলাপাইনের কাছে দুনিয়ার গজইব্যা জিনিসের লিস্টি বানাইলে ১ লমবরে যেইডা থাকবো তা হৈলো এক্সাম। এই এক্সামের আগে যে কতোজনর বদনা লৈয়া দৌড়াইতে হয় আর মসজিদ মন্দিরে সিন্নি আর মোমবাত্তি মানত করে সেইটা সবার ই জানা আজকে শুনামু আমার পরীক্ষা লৈয়া ২-৪ টা আকামের ঘটনা। সো চুশিলেরা তফাতে যাইয়া মুড়ি মুড়কি খান আর বিখাউজ রা আউগায়া বহেন। ইস্টরি বিগিনস.. কেলাস ফাইভের বৃত্তি পরীক্ষার পরথম দিন। দুধ ভাত খাইয়া, চুলে তেল দিয়া সিথি তুইলা মা বাপের দোয়া আর এলাকার ময় মুরব্বির বদ দোয়া লৈয়া এক্সাম হলে হান্দাইলাম।

একটানে অংক সব এনসার কৈরা দেখি যে ৩ টা পারিনা কেমনে কি ? বাপে কৈছে বৃত্তি না পাইলে বাজারে গিয়া মোগলাই খাওয়া বন,মায়ে কৈছে পাশের বাসার কলির লগে কুতকুত খেলা বন মাথায় উফ্রে আসমান ভাইংগা পড়বো এমুন সময় বুদ্ধি চিলিক মারলো। স্যার রে কৈলাম স্যার পানি খামু বাইরে যাই ? স্যারে আরেক কাঠি সরেস মাল কয় না,আমি পানি আনতাছি । আমি কি আর ছাড়ি? একটু পরে কৈলাম স্যার প্রাকৃতিক ডাক সারমু মনে মনে কৈ এইবার ব্যাটা পারলে টয়লেট আইনা দে দেখি কয় যাও সময় ২ মিনিট। আমিও বাইর হৈয়া আকাশ পাতাল ভাইংগা বাংলা ছবির লায়কের লাহান দিলাম দৌড়,এক দৌড়ে আব্বার কাছে। বাপে আংগুল ধৈরা আমারে লটকায়া হাটা শুরু করলো ।

কয় ল বেটা বাড়িতে যাই আমি কৈ থামেন ,মি আই গুড ইস্টুডেন, নো ফিনিশ এক্সাম। এনাদার ২ টা প্রশ্ন বাকি জলদি উত্তর কন । বাপে তো টাশকি ! কয় করছস কি ? জলদি ইউটার্ন মার। আমি কৈ না আগে উত্তর কন । বাপে কয় ঠাডায়া চটকনা খাওনের আগে বিদায় হও নালায়েক।

আমার কাছ থাইকা নকল লৈতে আইছো ? নিকাল যাও বেত্তামিজ ভগ্ন হৃদয়ে হলে ফেরত আইলাম। আইয়া জানলা দিয়া উদাস নয়নে চাইয়া দরদি সুরে বিসমিল্লাহ কৈয়া কান্দন ইস্টার্ট দিলাম। মাস্টরে কয় কান্দো কেন বাবা ? কৈলাম ৩ টা প্রশ্ন পারিনা । কে আমারে আশা দিবে ? কে আমারে অংক কৈয়া দিবে ? আছে কুনু দরদি মায়ের পোলা ? স্যারে চামের উফ্রে চিকনে সঠিক উত্তর ৩ টা আমার প্রশ্নে দাগায়া দিলো। মনের খুশিতে মনে চাইলো স্যার রে শশুর আব্বা ডাকি ।

লেকিন মাইন্ডে ইয়াদ দিলো তাতে এক্সপেল হওনের সম্ভাবা বেফুক ,তাই আগে বাড়লাম না। পরে অবশ্য বৃত্তি পেয়েছিলাম আর বৃত্তির টাকা দিয়ে আব্বুকে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম। কাহিনি নং ২ কেলাস সিক্সে পড়ি। কৃষি পরীক্ষা। ফাটায়া পরীক্ষা দিতাছি।

বাইছা বাইছা চিত্র সহ কোশ্চেন গুলান এনসার করতাছি যাতে লমবর বেশি পাই এক দোস্তের কাছ থাইকা একটু হেল্প লৈছিলাম। পরে শেষের দিকে আইসা ও আমারে একটার উত্তর জিগাইতেই এমুন ভেংচা ধরলাম যে কানে শুনিনা। দোস্তে যতোই ডাকে আমি দ্বিগুন উদ্যমে লেখা শুরু করি আপচুস ! শেষের প্রশ্নে আইসা খাইলাম ধরা। প্রশ্ন ছিলো " শাল দুধ কি এবং বাছুরের জন্য শাল দুধের উপকারীতা বর্ননা কর" এইডার চিত্র পাই কৈ ? লাজ শর্মের মাথা খায়া ভন্দুরে ধর্লাম। কৈ ভাই না ভালা গরুর শাল দুধের চিত্র ডা দেখা হমুন্দির নাতি আমারে একটা চ বর্গীয় বচন শুনায়া দিলো :'( মাগার পরাজয়ে ডরেনা বীর।

জান দিয়া দিমু মাগার চিত্র দিয়া ছাড়ুম এই নীতিতে অটল এই চেয়ারম্যান। মায়ে ছুডু বেলায় মেলা হরলিকস গিলাইছিলো সেই কারনে বুদ্ধির কমতি ছিলোনা মাশাল্লাহ আইকা ফালাইলাম গরুর শাল দুধ কেমনে আকলাম কৈতারবেন ? পরথমে আকঁলাম একটা গরু,গরুর নিচে আকঁলাম একটা বাটি,বাটির মধ্য ফোটা ফোটা দিয়া লেখলাম দুধ তাও মনে ভরেনা। শিল্পী মানুষ বৈলা কথা। গরুর উপ্রে একটা ডোরা কাটা খেতা আকঁলাম লেইখা দিলাম শাল পাশের বাসার ভাবির দেখছিলাম এমুন একটা কাশ্মিরি শাল আছে যাহ হৈয়া গেলো গরুর শাল দুধ এক্সাম থাইকা বাইর হৈয়া দোস্তরে কৈলাম দেখাইলি না ,বুঝিস হুহ ! খাতা দেওনের দিন স্যারে সবার খাতা দিলেও আমারটা দেয়না আমার খাতাখান সবাইরে দেখায়া কয় আইজ বিরাট এক দিন। আমাদের সাথে উপস্থিত আছেন স্বয়ং জয়নুল আবেদীন ফেইল মহান চিত্রকার চেয়ারম্যান০০৭ উনার আকাঁ শাল দুধের ছবি দেইখা আসেন ২ নয়ন ধন্য করি।

মনের দুক্কে শামুকের লাহান মাথারে বেন্চের তলে ঢুকাইলাম। সেই দিনের পর থাইকা আর ছবি আকিঁ না। নাইলে লিওনার্দো দা ভিন্চির আগে না হৈলেও পরে আমর নামটাও মাইনসে লৈতো। মেলাদিন পর লেখালাম। সবাইরে বেফুক মিছাইছি।

সবার জন্য শুভকামনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.